রাজৈরের সাধুরব্রীজ বন্ধ মহলের পক্ষ থেকে ৩০০ পরিবারকে উপহার
প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ১৪:১০ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:২৭
বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় ৩০০টি অসহায় পরিবারের উপহার বিতরণ করেছে বন্ধুমহল।
(৩ আগস্ট) মঙ্গলবার ১২ টায় মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাধুরব্রীজ এলাকায় অসহায় গরীবদের মাঝে উপহার বিতরণ করেছে বন্ধু মহল সা,নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাসস্ট্যান্ড সংলগ্ন চাতালে স্থানীয় কয়েকজন বন্ধুদের নিজ অর্থায়নে এ উপহার বিতরণ করা হয়েছে।
উপহার বিতরণ অনুষ্ঠানে বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর পাঠানের সভাপতিত্বে ও বাজিতপুর ইউনিয়ন জাতীয় শ্রমীক লীগের সভাপতি দরবেশ সর্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাংবাদিক সুজন হোসেন রিফাত, মাদারীপুর জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক কবির মাতুব্বর,বাজিতপুর ইউনিয়ন আঃ লীগের সহ-সভাপতি গোলাম মাওলা, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চকিদার,সেলিম দর্জি, হাবিব সর্দার, শামচু সর্দার,আলম সর্দার,সাদেক সর্দার,দেলো সর্দারসহ প্রমূখ। পরে ৩০০টি অসহায় পরিবারের উপহার বিতরণকরা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত