রাজশাহী সিটি কলেজে শিবির-ছাত্রদল হাতাহাতির ঘটনায় মানববন্ধন

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৩৫ |  আপডেট  : ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭

রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আগের দিনের ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসেননি। তারা দ্রুত তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি কলেজে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত