রাজশাহীতে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল দলের ৮ সদস্য আহত

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৩:১৭ | আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬

রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল দলের আট সদস্য আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে এ ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন বলেও জানান ওসি আতাউর রহমান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত