রাজনৈতিক কারণে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস দুর্ভাগ্যজনক : বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি

  প্রেস রিলিজ

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১৬:০৯ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ০৭:২৯

গতকাল বুধবার রাতে টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

আজ ১৬ নভেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ। জনগণের কষ্টের টাকায় রাষ্ট্রীয় সম্পদ কেনা হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে জনগণের সেই সম্পদ ধ্বংস করার অধিকার কারো নেই। এ ঘটনা জাতির জন্য দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য বাংলাদেশ রেলওয়ের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি আরো বলেন, টাঙ্গাইলে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যাতে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত