নড়াইলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

  নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ১৯:১৮ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০২:০২

সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হ য়েছে। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাব ও বাগেরহাট টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামন, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হেদা য়েত হোসেন লিটন, সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, টিভি জার্নালিষ্ট অ্যাসোসি য়েশনের সাবেক সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক এসএম শামসুর রহমান, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাংবাদিক আকমল উদ্দিন সাখী, অলীপ ঘটক, আজাদুল হক, মোল্লা আব্দুর রব, এস এস শোহান, মামুন আহমেদ, আব্দুল্লাহ আল ইমরান, সৈয়দ শওকত হোসেন, মো. শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, আরিফুল ইসলাম জালাল, শেখ সোহেল, শেখ আবু তালেব, কামরুজ্জামান শিমুল প্রমুখ।

বক্তারা বলেন, ‘গনমাধ্যমে সংবাদ প্রকাশে যদি সাংবাদিকরা হামলার শিকার  হয়। এটা কাম্য নয়। ¯ৈ^রাচারী সরকারে আমলে সাংবাদিকরা যে ভাবে হত্যা নিযাতনের শিকার হয়েছে, এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। সময় টিভির সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হ য়েছেন। যারাই এর সঙ্গে জড়িত থাকুক তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।দেশে অসংখ্য সাংবাদিক হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমান সরকারের কাছে ¯^াধীন সাংবাদিকতা নিশ্চিতের দাবী জানান গনমাধ্যমকর্মীরা। 

উল্লেখ, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত