শিবগঞ্জে খোলা বাজারে চাল  ও আটা বিক্রির কার্যক্রম উদ্বোধন 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৯

বগুড়া শিবগঞ্জে সরকার কর্তৃক পরিচালিত খোলা বাজারে চাল ও আটা  বিক্রির ( ওএমএস) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  সোমবার  (৬ জানুয়ারি)  সকালে  পৌর এলাকার সাথী সিনেমা হল  সংলগ্ন স্থানে  এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু,  রপসী বিডি  ফ্লাওয়ার এন্ড পুষ্টি মিলস এর ম্যানেজার জাহাঙ্গীর হোসেন ডিলার ফয়সাল হোসেন প্রমূখ। জানা গেছে, একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে দৈনিক সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২৪ টাকা কেজি দরে ৫ কেজি আটা খোলা বাজার থেকে কিনতে পারবেন। একজন ডিলার সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন ১৫০০ কেজি চাল ও ১৫০০ কেজি আটা বিক্রির বরাদ্দ দেয়া হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত