রংপুর-৪ আসনে জমে উঠেছে ভোটের নির্বাচনী লড়াই
সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। নির্বাচনকে ঘিরে কাউনিয়া-পীরগাছা রংপুর-৪ আসনে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে ভোটের লড়াই। প্রত্যেক দলের নেতারা নিজেদের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভোটের মাঠে অনানুষ্ঠানিকভাবে ব্যাপক প্রচারণা শুরু করেছেন।
সরেজমিনে হাটে ঘাটে মাঠে বিভিন্ন ভোটারের সাথে কথা বলে জানাগেছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র প্রতিদ্ব›িদ্বতা দেখা যাচ্ছে। ত্রি-মূখী লড়াই হতে পারে বলে অনেই মত প্রকাশ করেছেন। যদিও মনোনয়ন যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর ভোটের চিত্র কিছুটা পরিবর্তন হতে পারে। তবুও একথা পরিষ্কার যে, নির্বাচন নিয়ে উত্তেজনা বিরাজ করতে শুরু করেছে। রংপুর-৪ (কাউনিয়া- রংপুর) আসনে বিএনপি, এনসিপি ও জাতীয় পাটির প্রার্থীরা তাদের নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এবারের ভোটে বিএনপির সাবেক এমপি মরহুম আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার পুত্র বিশিষ্ট শিল্পপতি কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা। তিনি গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তৎকালীন আওয়ামী সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করে লক্ষাধিক ভোট পেয়েছিলেন। জনগণের অধিকার, ন্যায়বিচার ও এলাকার উন্নয়নের প্রত্যাশায় ভোটের মাঠে রয়েছেন ১১ দলীয় ঐক্য জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজ কল্যান সম্পাদক নবীন প্রার্থী হিসেবে আখতার হোসেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক ছিলেন। ১মবার এমপি পদে লড়ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ্ মোঃ মিজানুর রহমানের পুত্র পীরগাছা উপজেলা পরিষদের ২বারের সফল চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ্ মোঃ মাহবুবার রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোজাহেদুল ইসলাম মনোনয়ন পত্র জমাদিলেও জোটের সিদ্ধান্তে তিনি প্রত্যাহার করতে পারেন। প্রার্থীদের প্রতিদিন নির্বাচনী এলাকার কোথাও না কোথাও চালাচ্ছেন উঠান বৈঠক, গণসংযোগ, মতবিনিময় ইত্যাদি। সব মিলিয়ে রংপুর-৪ ভোটের লড়াই জমে উঠেছে- একথা বলাই যায়।এই আসনে কে এগিয়ে থাকবেন, কার পক্ষে ভোট পড়বে, তা নিয়ে রাজনীতি বিশ্লেষকরা ইতিমধ্যেই পূর্বাভাস দিতে শুরু করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ২১ জানুয়ারির পর থেকেই শুরু হবে আসল লড়াই। আগামী ১২ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত