যমুনা টেলিভিশনের সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৩, ১৫:৪৭ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৬

যমুনা টেলিভিশনে অনুসন্ধানমূলক খবর প্রচারের জেরে ওই টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাযহারুল মান্নানসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু বাদী হয়ে মামলাটি করেছেন। 

মামলার অপর দুই আসামি হলেন- নূর মোহাম্মদ ও রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি।

বুধবার (৫ এপ্রিল) রংপুর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদের আদালতে মামলা করার পর বিচারক মামলাটি তদন্তের জন্য রংপুরের পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল রাত ৯টায় যমুনা টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম সিনে কাউন্সিলর জাকারিয়া আলম শিপলুকে ভূমিদস্যু আখ্যায়িত করে সরকারি দলের নামে সন্ত্রাসী বাহিনী তৈরি ও সাধারণ মানুষকে হয়রানি এবং মাদকের কারবারসহ তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার হয়। প্রচারিত সংবাদের মাধ্যমে আসামিরা কাউন্সিলর শিপলুর মানহানি, সুনাম ক্ষুণ্ন করার চেষ্টার সঙ্গে বর্তমান সরকারকে জনবিচ্ছিন্ন করতে অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপুল বলেন, ‘যমুনা টেলিভিশনে আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদে তুলে ধরা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বরং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যমূলক এই সংবাদ প্রচার করা হয়েছে। এ কারণে বুধবার দুপুরে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছি।’

এদিকে বাদী পক্ষের আইনজীবী এসএম মাহামুদুল হক সেলিম ও পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন তালুকদার জানান, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪-এর ২, ২৫ এর-২, ২৭-এর ২, ২৯-এর ১ এবং ৩১-এর ২ ধারায় অভিযোগটি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ ব্যাপারে যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান সরকার মাযহার মান্নান অভিযোগ করে বলেন, ‘গণমাধ্যমের কণ্ঠরোধের উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম সিনে সড়ক ও ও জনপথ বিভাগের জমি জালিয়াতির মামলায় এক বছর সাজাপ্রাপ্ত শিপলুর নেতৃত্বে তার ক্যাডাররা জমি দখল, মাদক সাম্রাজ্য গড়ে তোলাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণসহ প্রতিবেদন করায় এই মামলা করা হয়েছে।’

এদিকে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত