যতিচিহ্নের রতি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ১৫:৪৩ | আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৩:৫০
চোখের ভাষার কোন দাঁড়ি কমা থাকতে নেই
এই থাকতে এইসব যাপনের যাত্রা কৌশলে
অমিয় বাগানে ঢোকা কিংবা তার স্বভাবের
অদৃশ্য এক কবিতা পাঠ মুগ্ধ করে আমাকে
এই আমি কখনো বনশ্রী কাতর না হই- কবিতা
হই তার উত্তর আধুনিক এক প্রজন্মের ফোরাম
নদী দেখি দেখি আমার এক ভিন্নচোখ
চিত্রনাট্য করি সোশ্যাল মেনারিজম
লোন হয় শতকের ঘর পুড়ায় জলের ছবি বন্ধু
ভুলে যেতে হয় তাই ভুল করি দাড়ি কমা কোলন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত