মোহামেডানের প্রায় অর্ধকোটির বোনাস ঘোষণা 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১৭:০৪ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৪, ১৪:৪৩

দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী-মোহামেডান। আবাহনী সাম্প্রতিক সময়ে লিগ শিরোপা না জিতলেও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে একাধিকবার। আবাহনীর চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ঘরোয়া ফুটবলে ২০১৪ সালের পর আর কোনো ট্রফি জিততে পারেনি। 

দীর্ঘদিনের শিরোপাখরা ঘোচানোর সুযোগ মোহামেডানের সামনে। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে ফুটবলার ও কোচিং স্টাফদের জন্য ৪০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। 

মৌসুমের সবচেয়ে শক্তিশালী দল বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে ওঠে মোহামেডান। দীর্ঘদিন পর ফেডারেশন কাপের ফাইনালে ওঠায় ৪০ লাখ টাকা বোনাসের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। মোহামেডান ক্লাবের ফুটবল দল গঠন ও পুর্নজাগরণের পেছনে গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে দেশের এই বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিল্পপতির।

মোহামেডানের পক্ষ থেকে আনুষ্ঠানিক এমন ঘোষণা জানা গেলেও আবাহনীর তরফে এখনো কিছু জানা যায়নি৷ গত মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আবাহনী ৭৫ লাখ টাকা বোনাস দিয়েছিল।

আগামীকাল ফাইনাল উপলক্ষে দুই দলই আজ কুমিল্লায় অবস্থান করছে। অনেকদিন পর মোহামেডান ফাইনালে ওঠায় সাবেক ফুটবলাররা ছাড়াও অনেক তারকা ক্রিকেটার, হকি খেলোয়াড় ও ক্লাবের অনেক কর্মকর্তার কুমিল্লায় যাওয়ার কথা রয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত