মোসাফির ব্লাড ডোনারস ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১৮:৪১ | আপডেট : ১৪ মে ২০২৫, ২১:৩৯

‘‘প্রয়োজনে পাশে আছি সবসময়’’ এই স্রোগানকে সামনে রেখে বাগেরহাটে মোসাফির ব্লাড ডোনারস ক্লাব নামে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু করেছে। রবিবার (২৩ জানুয়ারী) সন্ধায় বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া বাজারে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মোসাফির ব্লাড ডোনারস ক্লাবের উপদেষ্টা নূর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাগেরহাট সদর হাসপাতালের সমাজ সেবা কর্মকর্তা এস এম সাকিব, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথের প্রতিষ্ঠাতা মোঃ আবু বক্কর সিদ্দিক, মোসাফির ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা ডাঃ মিজানুর রহমান, গোটাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য তালুকদার আলী আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস শেখ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সরোয়ার হোসেন,আলোর দিশারী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম,আমরা করবো জয় এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাসুদ, সাংবাদিক সোহেল রানা বাবুসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।
উদ্ধোধন অনুষ্ঠান শেষে স্থানীয় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতার্থ মানুষের মাঝে কম্বল, বিভিন্ন প্রতিষ্ঠানে পোশাক ও গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত