মোশাররফ করিমের নতুন সিনেমার ঘোষণা
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১১:২৭ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:১২
গতকাল ছিল অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন। বিশেষ এই দিনে মোশাররফ–ভক্তদের সুখবর দিলেন চলচ্চিত্র পরিচালক নিয়ামুল মুক্তা। তিনি এর আগে ‘কাঠবিড়ালি’ সিনেমা বানিয়ে প্রশংসা পেয়েছিলেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রক্তজবা’ সিনেমা। এবার মোশাররফ করিমের জন্মদিনে তৃতীয় সিনেমার ঘোষণা দিলেন। সিনেমাটির নাম ‘বৈদ্য’।
বর্তমানে পরিবার নিয়ে মালয়েশিয়ায় আছেন মোশাররফ করিম।
সেখান থেকে তিনি বলেন, ‘বেশ আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। গল্পটি একজন বৈদ্যকে নিয়ে। তাঁর প্রতিশোধের গল্প নিয়েই সিনেমাটি এগোবে। তরুণ নির্মাতা ও গল্প নিয়ে আশাবাদী। এখানে গ্রামের একজন বৈদ্যের গল্প তুলে ধরা হয়েছে। যিনি গ্রামে কবিরাজি করেন। গল্পে অনেক চমক আছে।’ গত সপ্তাহেও সিনেমা নিয়ে বসেছিলেন এই তারকা। শিগগিরই শিডিউল চূড়ান্ত করবেন। কারণ, তাঁর হাতেও বেশ কটি সিনেমার কাজ রয়েছে। ব্যস্ত হবেন ওয়েবের কাজে। আরও জানা যায়, মাঝে শুটিংয়ের কথা থাকলেও পরে পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়।
তৃতীয় সিনেমা নিয়ে আশাবাদী পরিচালক নিয়ামুল মুক্তা। ঠিক করে ফেলেছেন সিনেমার লোকেশন। পুরো গল্পের শুটিং হবে পাবনার চলনবিল এলাকায়। কথা বলার সময় এই পরিচালক জানান, এখনো তিনি গল্প নিয়েই ব্যস্ত রয়েছেন। গ্রামের কবিরাজ বলতে ঝাড়ফুঁক দেওয়া ছাড়াও মনে অসুখ, গোপন রোগের ওষুধ বিক্রিসহ নানা গল্প তুলে ধরা হয়েছে। এগুলো ঠিকঠাকভাবে পর্দায় তুলে ধরার জন্য সত্যিকারের বৈদ্যদের সঙ্গেও সময় কাটাতে হয়েছে এই নির্মাতাকে। তিনি বলেন, ‘গল্প একই সঙ্গে যেমন ড্রামা, তেমনি এখানে থ্রিলারের একাধিক উপাদান আছে। পুরো গল্পে একটা টান টান উত্তেজনা রাখা হয়েছে। আমরা এখনো গল্পের উপকরণগুলো নিয়ে গবেষণা করছি। আমাদের ছবিটি সময়ের নানা অসংগতির কথা বলবে।’
মোশাররফ করিমের জন্মদিনে সিনেমার ঘোষণা দেওয়া প্রসঙ্গে মুক্তা বলেন, ‘এটা মোশাররফ করিমের ভক্তদের একটা চমক দিতেই জন্মদিনটি বেছে নেওয়া হয়েছে। আমরা সম্প্রতি বেশ কদিন ধরেই সিনেমাটির ঘোষণা দেওয়ার একটা উপলক্ষ খুঁজছিলাম। জন্মদিনটাই সেরা মনে হয়েছে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত