পঞ্চগগড়ে বিএম কলেজ শিক্ষক সমিতির সাধারণ সভা

  অনুষ্ঠিত পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৫ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১১:১৬

বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক (বি.এম.টি) সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও পঞ্চগড় বিসিকনগর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজেরঅধ্যক্ষ মো. দেলদার রহমান দিলুর সভাপতিত্বে সভায় কিশোরীগঞ্জ বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষমোতাহার হোসেন, দাউদপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ এনামুল হক, বিরামপুরটেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. সেলিমউদ্দিন, চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজেরঅধ্যক্ষ আব্দুর রব প্রধান, ঘোড়াঘাট টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান,চকবরখোদা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, তারাগঞ্জ কারিগরি ওবাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, ইদিলপুর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষমোহাম্মদ খাজা মন্ডল, চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের সহকারি অধ্যাপক লিয়াকত আলী বক্তব্যদেন।সভায় বক্তারা শিক্ষক কর্মচারীদের এমপিও জটিলতা দূরীকরণ, মানসম্মত শিক্ষার জন্য প্রত্যেকটিকলেজে ল্যাব স্থাপন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, ইএফটিতে বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে সভায় জানানো হয়।সভা শেষে আতিকুর রহমানকে সভাপতি, আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক, একরামুলহককে সাংগঠনিক সম্পাদক ও আহসান হাবিবকে দপ্তর সম্পাদক করে বাংলাদেশ কারিগরিকলেজ (বি.এম.টি) শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা কমিটির ঘোষণা করা হয়।সভায় কেন্দ্রীয় কমিটির শিক্ষক ছাড়াও জেলার বিভিন্ন বিএম কলেজের শিক্ষক কর্মচারীরা অংশনেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত