মোরেলগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, নারীকে পিটিয়ে আহত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ১৯:০৭ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:১২

বাগেরহাটের মোরেলগঞ্জে এক আমেরিকা প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এসময়ে তারা ফাতেমা বেগম নামে এক নারীকে পিটিয়ে আহত করেছে। আহত নারীকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব চিপা বারইখালী গ্রামের আমেরিকা প্রবাসী শামীম নেওয়াজ আলী শরীফের বসতবাড়িতে বৃহস্পতিবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে অর্তকিত হামলা করে প্রতিপক্ষ গ্রুপ।এ সময় হামলাকারিরা ওই প্রবাসী শামীম শরীফকে গতিরোধ করে। তাৎক্ষনিক তার ডাকৎচিকারে স্ত্রী ও তার বড় বোন ফাতেমা বেগম উদ্ধার করতে আসলে হামলাকারিদের ধারালো অস্ত্রের আঘাতে মারপিটে ফাতেমা বেগম গুরুত্বর জখম হয়। ঘটনার পরপরই থানা পুলিশকে অবহিত করা হলে তাৎক্ষনিক পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারিরা পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার প্রবাসী শামীম নেওয়াজ আলী শরীফবাদী হয়ে হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শামীম নেওয়াজ শরীফ বলেন, হামলাকারীরা বাসভবনের বিদুৎতের বিভিন্ন মালামাল পিটিয়ে তছনছ করেছে। এরা এলাকার প্রভাবশালী। দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করেও আসছে। হামলার ঘটনায় তিনি ন্যায় বিচার চেয়েছেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত