মোটরসাইকেল রেসিংয়ে করতে গিয়ে দুর্ঘটনায় শিবগঞ্জের দুই বন্ধুর মৃত্যু

  রশিদুর রহমান রানা, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৯ |  আপডেট  : ১৮ অক্টোবর ২০২৫, ১৬:১২

 বগুড়া-রংপুর মহাসড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল পূর্বপাড়া গ্রামের প্রবাসী ওয়াজেদ মন্ডলের ছেলে আদিব হাসান (১৮) এবং মেঘাখোর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৭)। তারা দুজনেই বগুড়া শহরের ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় মমোইন ইকোপার্ক থেকে মোকামতলার দিকে যাওয়ার পথে চারটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে রেসিং করছিল। বাঘোপাড়া ফিলিং স্টেশনের কাছে একটি মোটরসাইকেল অপরটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে আদিব ও জিহাদ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর বিষয়ে কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন। সোমবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত