মোংলা বন্দরের সতর্কবার্তা চারে পৌছালে সকল কার্যক্রম বন্ধ থাকবে

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৯ মে ২০২২, ১৯:৪৪ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৪৭

ঘূর্নিঝড় অশনির কোন প্রভাব পরেনি মোংলা বন্দরে। সোমবার (০৯ মে) দুপুর পর্যন্ত মোংলা বন্দরের সকল কাজ স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা (সিগনাল) চারে পৌছালে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবার থেকে মোংলা বন্দরের জেটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন।

তিনি বলেন, ঘূর্নিঝড় অশনির কোন বিরুপ প্রভাব মোংলা বন্দরে এখনও পড়েনি। মোংলা বন্দরের সকল কাজকর্ম স্বাভাবিক রয়েছে। বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আশ্রয় নিয়েছে। কোস্টগার্ডের জাহাজও বন্দর জেটিতে নোঙ্গর করার কথা রয়েছে। এর ফলে বন্দর জেটিতে অন্য জাহাজ নোঙ্গর সুযোগ থাকবে না। এজন্য মঙ্গলবার থেকে মোংলা বন্দরের জেটির কার্যক্রম বন্ধ থাকবে।

কমান্ডার শেখ ফখর উদ্দীন আরও বলেন, অশনির আঘাতের ফলে আবহাওয়া অধিদপ্তরের সিগনাল চারে পৌছালে মোংলা বন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হবে। এই সময়ে বন্দর চ্যানেলেও জাহাজ চলাচল করতে পারবে না। কোস্টার জাহাজ যেগুলো থাকবে সেগুলোকে নিরাপদে নেওয়া হবে। তবে সিগনাল চার না হওয়া পর্যন্ত বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিকভাবে চলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত