মোংলায় বিদেশি জাহাজের মালামাল লুট

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১৮:৪৫ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৩:২৬

বাগেরহাটের মোংলা বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থান করা একটি বিদেশি জাহাজের মুল্যবান মালামাল লুট করেছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলাস্থ সদস্যরা অভিযান চালিয়ে চোরাই কাজে ব্যবহ্নত দুটি বোটসহ চোরাই মালামাল উদ্ধার করেছে। তবে এ সময় কোনো দুর্বৃত্তকে গ্রেফতার করতে পারে নাই। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে মোংলা কোস্টগার্ড পশ্চিমজোন থেকে মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এক মেইল বার্তায় জানান, লাইব্রেরিয়ান পতাকাবাহী এমভি এসলিনিয়া নামের একটি জাহাজ কাতারের র“য়াইস বন্দর থেকে ৩১ হাজার ৮৬৮ মেট্রিক টনের বেশি ইউরিয়া সার নিয়ে মঙ্গলবার মোংলা বন্দরে আসে এবং বহিনোঙ্গরে অবস্থান নেয়। এদিন রাতে ১৫/২০ জনের একদল দুবৃর্ত্ত ওই জাহাজে প্রবেশ করে পেইন্ট ও জাহাজে ব্যবহ্নত মুল্যবান মালামাল নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে কোস্টগার্ড জাহাজ কামরুজ্জমান ও তামজীদ নিয়ে কোস্টগার্ড সদস্যরা ঝটিকা অভিযান শুরুকরে এবং বুধবার গভীর রাতে উপজেলার কানাইনগর এলাকায় পশুর নদী থেকে দুটি বোটসহ বিদেশী জাহাজের চোরাই মালামাল উদ্ধার করে। চোরেরা কোস্টগার্ডের উপস্থিতি দেখতে পেয়ে বোট দুটি রেখে পালিয়ে যায়। পরে বোট দুটি উদ্ধার করে কোস্টগার্ড কার্যালয়ে নিয়ে আসে। চোরাই মালামাল ছাড়াও বোট থেকে চোরদের ব্যবহ্নত রাম দা ও চাপাতি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত