মোংলায় খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,বাগেরহাট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১০:১৬ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫
বাগেরহাট জেলার মোংলা শহরের মনপুরা খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের শাহজালাল পাড়া এলাকার মনপুরা খাল থেকে অজ্ঞাত কন্যা শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়।
মোংলা থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, স্থানীয় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি ৯৯৯-এ ফোন দিয়ে জানালে আমরা ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, কন্যা নবজাতকটির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শরু করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত