মেহেরপুর সরকারি কলেজ পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১৯:০২ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০০:২২
মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে মুসলি (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহরপুর সদর থানা পুলিশের একটি টিম নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৃত নারী মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আব্দুল মালেকের মেয়ে মুসলি খাতুন। তার মা আরবি খাতুন বলেন, আমার মেয়ে মুসলি মেহেরপুর বিএটি (ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো) কোম্পানীতে তামাকের পাতা বাছাইয়ের কাজ করত। প্রতিদিন সে কাজ শেষে কলেজের পুকুরে গোসল করে বাড়ি ফিরত। রবিবার তিনটার দিকে অফিসের কাজ শেষে আর বাড়ি আসেনি। তারপর থেকে সে নিখোজ ছিল। আমরা অনেক খোজ করে পায়নি।
মৃত মুসলির ছোট বোন রেহেনা খাতুন বলেন, আমার বোনের মৃগি রোগ ছিল। এ রোগের কারণে হঠাৎ সে যেখানে সেখানে পড়ে যেত এবং অনেকক্ষন পরে জ্ঞান ফিরত। আমরা দু’দিন পর খোজ পেয়ে দেখি পুকুরে তার লাশ ভাসছে। স্থানীয়রা জানান, সকালের দিকে পুকুরে মহিলার লাশ ভেসে থাকতে দেখে অনেক মানুষের ভিড় হয় লাশ দেখার জন্য। এক পর্যায়ে মুসলির পরিবারের লোক খবর পেয়ে পুকুড়পাড়ে এসে তার শরীরের কাপড় দেখে শনাক্ত করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ জানান, মুসলির পরিবারের লোক বলছে তার মৃগি রোগ ছিল। তার স্বামী ও দুটি সন্তান রয়েছে। এ রোগের কারণে তার স্বামী সন্তানের কাছে থাকে না। স্টেডিয়াম পাড়া তার পিতা-মাতার কাছে থাকত ও মেহেরপুর বিএটি কোম্পানীতে কাজ করত। তার লাশ উদ্ধার করে তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত