মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুর্নবাসন কাজের উদ্বোধন
 ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ
  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ
                                    
                                    প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০৯:৩২ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৪৬
 
                                        
                                    মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এপি নাম ফলক উন্মোচন করে মেহেরপুর শোলমারী সড়কের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুরে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী আবদুল হামিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, ঠিকাদার শাহাবাজ উদ্দিন আহমেদ,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, নব নির্বাচিত ইউপি সদস্য রাজন আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর এলজিইডির উদ্যোগে আমফান প্রোজেক্টের ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-শোলমারী সড়কের ১.৫০ কিঃ মিটার সড়ক নির্মান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত
 
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
            