মেহেরপুরে ১৫ বিঘা জমির কলা তসরুপ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৩ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০২:৪১
মেহেরপুর শহরের চুয়াডাঙ্গা সড়কে পাশের্^ রাতের আঁধারে প্রায় ১৫ বিঘা জমির কলার কান্দি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের মেহেরপুর শহরের উপকণ্ঠের একটি মাঠে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে কৃষকদের প্রায় ১৫ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। ক্ষতিগ্রস্থ কলা চাষীরা জানান, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের শুকুর আলীর ছেলে জসীম সহ ১২ জন কৃষক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে শ্রীগাড়ির মাঠে কলার চাষ শুরু করেন। কয়েক দিনের মধ্য কলা গুলো বাজারে ভালো দামে বিক্রির আশা করছিলেন তারা। রাতের আধারে পূর্ব শত্রুতার জের ধরে কলা গাছে থাকা কান্দি গুলো কেটে তসরুপ করে চলে যায়। বিভিন্ন জমিতে দুর্বৃত্তরা ওই সমস্ত কলা কেটে কুচি কুচি করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে সকালে জেলা কৃষি কর্মকর্তারা কলার জমি পরিদর্শন করেন। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ চাষীদের তালিকা করে সহযোগীতার আশ্বাস দেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত