মেহেরপুরে সড়কে প্রাণ গেল কিশোরের

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ২০:০২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদির পল্লী বিদ্যুতের সবস্টেশনের সামনে পল্লী বিদ্যুতের পিকআপভ্যান কে মোটরসাইকেলের ধাক্কা দিলে রাব্বি (১৪) ১৪ বছরের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রানা (১৮) ও আলী হোসেন (১২) নামের আরও দুই কিশোর। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে বারাদি পল্লী বিদ্যুতের সাব স্টেশনের উদ্দেশ্যে একটি পিকআপভ্যান রওনা দেয়। পিকআপ ভ্যানটি পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে পৌঁছালে পিছনে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে মোটরসাইকেল চালকসহ তিনজন। এতে ঘটনাস্থলেই নিহত হয় রাব্বি। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আলী হোসেনের অবস্থা গুরুতর। তাদের সবার বাড়ি সদর উপজেলার রাজনগর গ্রামে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত