মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৮ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩০
মেহেরপুর গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুজন খন্দকার (২৮) নামের এক ইটভাঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে গাংনী সাহারবাটি সড়কের চৌগাছা পশ্চিমপাড়া এতিমখানা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সুজন খন্দকার চৌগাছা পৌরস্কুল পাড়ার রতন খন্দকারের ছেলে। সে পেশায় একজন ইটভাঙ্গা শ্রমিক। নিহত সুজন খন্দকারের বড় ভাই রাজু বলেন, পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে সাহারবাটি গ্রামে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্বক আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন বলেন, সুজন খন্দকারের মাথায় আঘাত হওয়ার কারনে মৃত্যু হয়েছে। তবে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত