মেহেরপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক “লালজমিন” মঞ্চস্থ 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১ |  আপডেট  : ৪ মে ২০২৪, ১৭:১৩

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক একক নাটক “লালজমিন” মঞ্চস্থ হয়েছে। রবিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নাটক মঞ্চস্থ হয়। ঢাকার শূন্যন রেপার্টরি থিয়েটার-এর শিল্পী মোমেনা চৌধুরী নাটকে অভিনয় করেন। নাটকটি রচনা করেছেন মান্নান হিরা। নাটকটি নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী।

 অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ অনুষ্ঠানটি উপভোগ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত