মেহেরপুরে দুই হাজার তালের বীজ বপন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:০৫
বজ্রপাত থেকে বাঁচতে মেহেরপুরের মুজিবনগরে ২ হাজার তালের বীজ বপন করেছে বাগোয়ান ইউনিয়ন পরিষদ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাগোয়ান ইউনিয়নের মীরচড়া মাঠের ফরিদপুর পাড়া থেকে ভারতের সীমান্ত পর্যন্ত এ বীজ বপন করা হয়েছে। বীজ বপনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ওয়ার্ড সদস্য সানেয়ার হোসেন সহ ইউপি সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, প্রতিবছর বজ্রপাতে মাঠে কাজ করার সময় অনেক কৃষক নিহত হয়। বজ্রপাত থেকে বাঁচাতে প্রতিটি মাঠে বজ্র নিরোধক কৃষক ছাউনি তৈরি করা হচ্ছে। পাশাপাশি মাঠ গুলোতে প্রচুর পরিমাণ তালের বীজ বপন করা হচ্ছে। এতে কৃষকরা বজ্রপাতের হাত থেকে রক্ষা পাবে। এ সময় সেখানে এলাকার কৃষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। শেষে দোয়া, মোনাজাত ও মিষ্টি বিতরন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত