মেহেরপুরে কুষ্ঠ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  মেহেরপুর প্রতিনিধি :

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১৪:৩৫ |  আপডেট  : ২ মে ২০২৪, ২১:৪২

কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সেবাপ্রাপ্তীতে রাজনৈতিক দল ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর প্রেসক্লাব হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত একমাসে মেহেরপুর জেলায় ৭৬ জন রোগী শনাক্ত করা হয়েছে।

কর্মশালায় মুল বক্তব্য তুলে ধরেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালের মনিটরিং ও ডকুমেন্টেশন ম্যানাজার এলেক্স ফ্রেংক রলেম। বক্তব্য রাখেন বাগেয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রামিজ আহসান, এইপি দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার নোয়েল টপ্প, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালের প্রজেক্ট অফিসার জেমস নোয়েল বাড়ৈ, আলো সোসাইটির পজেক্ট অফিসার ক্লিনটন মালাকার। এছাড়া আরো উপস্থিত ছিলেন এইপি প্রোগ্রাম কো-অর্ডিনেটর সন্ধ্যা মন্ডল, ভলেন্টিয়ার মার্টিন লাহিড়ী। 

বক্তারা বলেন, কুষ্ঠ মানেই অভিশাপ নয়। চিকিৎসা নিলে রোগটি ভালো হয়ে যায়। ইতোমধ্যে কুষ্টররোগে মেহেরপুরকে ইয়োলোজন হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এ অঞ্চলে প্রতিনিয়তই বাড়ছে কুষ্ঠ রোগীর সংখ্যা। কুষ্ঠ মুক্ত করতে হলে এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত