মেহেরপুরে একদিনে আরও ৮৮ জন করোনায় আক্রান্ত

প্রকাশ: ৫ জুলাই ২০২১, ০৮:৩৯ | আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৪:২০
.jpg)
মেহেরপুরে একদিনে নতুন করে আরও ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫২ জন, গাংনীতে ৩২ জন মুজিবনগর ৪ জন।
রবিবার রাতে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্ট ১৬৭টি তারমধ্যে ৮৮ জন করোনায় আক্রান্ত। বর্তমানে মেহেরপুর জেলায় করোনায় আক্রান্ত’র সংখ্যা ৬৩৪ জন। এদের মধ্যে সদরে ২২৬ জন, গাংনীতে ৩০০ জন এবং মুজিবনগরে ১০৯ জন।
এ পর্যন্ত মেহেরপুরে মারা গেছেন ৫৭ জন। মৃতদের মধ্যে সদরে ২১ জন, গাংনী ২২ জন ও মুজিবনগরে ১৪ জন।
সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন সবাইকে সামাজিক দূরত্ব, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যাস, মাস্ক ব্যবহার, জন সমাগম এড়িয়ে এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত