মেক্সিকোতে নাইটক্লাবে গুলি, নিহত ৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১১:০৭ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৪

মেক্সিকোতে একটি নাইটক্লাবে গুলিবর্ষণের ঘটনায় আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। স্থানীয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাতে দেশটির উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের ব্যস্ত ক্লাবটিতে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশের তরফে এই হামলা ও প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন দুটি গাড়ি নিয়ে এল ভেনাদিটো নামের ক্লাবটিতে ঢুকে পড়ে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে অস্ত্রধারীরা। এ সময় ঘটনাস্থলেই ছয় জন নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুক হামলার পর ক্লাবের মেঝে রক্তে ভেসে যায়। নিহতদের মধ্যে সেখানকার ক্লাবটির গ্রাহক, কর্মী ও সংগীতশিল্পীরা রয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত