মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধা, আহত ৩

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২২, ১১:৪৯ |  আপডেট  : ৩ মে ২০২৪, ২৩:৩৩

বিএনপি  চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলার প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

এ সময় পুলিশ লাঠিচার্জ করার মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে আহত হয় জেলা ছাত্রদলের সভাপতিসহ আরো তিনজন নেতাকর্মী। আজ মঙ্গলবার সাড়ে নয়টার দিকে মুন্সীগঞ্জ সুপার মার্কেট চত্বরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা ছাত্রদলের সভাপতি  মোজাম্মেল হক মুন্না, সহ-সভাপতি আব্দুল হাসেম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম অনিক। 

জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল শহরে খলইস্ট এলাকা থেকে একটি প্রতিবেশ মিছিল বের করে। সে মিছিলটি প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ বাধা দেয়। পরে সেই বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। সে সময় ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দিতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের সভাপতিসহ তিনজন নেতাকর্মী আহত হয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত