মুন্সীগঞ্জ‌ে সম্মিলিত নৃত্য পরিষদের নৃত্যানুষ্ঠানের সমাপ্তি

  লিটন মাহমুদ ( মুন্সিগঞ্জ)

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ২০:০৪ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:১৩

সম্মিলিত নৃত্য পরিষদের ১৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী নৃত্যানুষ্ঠানের সমাপ্তি হয়েছে। রোববার রাতে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির হলরুমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খায়রুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিব সরকার, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান হিরা, গৃহসুখনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিমা জুলফিকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি খালেদা খানম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির।

আরও উপস্থিত ছিলেন নারী নেত্রী হামিদা খাতুন, কাউন্সিলর নার্গিস আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল বিন সামাদ শুভ্র, থিয়েটার সার্কেলের সভাপতি শিশির রহমান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ মোজাম্মেল হোসেন সজল, মনিরুজ্জামান শরীফ, গোলাম মাওলা তপন, মনিরুজ্জামান রিপন, হোসনে আরা ঝুমুর, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি সোহেল রানা রানু, কাউন্সিলর আব্দুল সাত্তার মুন্সী, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, আবৃত্তিশিল্পী রহমতউল্লাহ জুয়েল প্রমুখ।

মাশফিক সিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সম্মিলিত নৃত্যশিল্পী পরিষদের সভাপতি সুমি আক্তার। শেষ দিনে বিপুল দর্শক ও অতিথিদের আগমনে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত