মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

  লিটন মাহমুদ

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১১:২২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৬, ০০:০৩

রবিবার ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের সদর থানাধীন মীরকাদিম পৌরসভা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যাক্তিকে গ্রফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামী মো. নাসির মিয়া (৪৮) এর বিরুদ্ধে পূর্বেও ১৭টি মামলা রয়েছে। 

পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম জানান, বিকেল ৫:৩০ টায় এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ ৮নং ওয়ার্ড সাকিনস্থ কাতলা পাড়া ব্রীজের পূর্ব পার্শ্বে জনৈক হাবিবুর রহমান ওরফে হাবি হাজী এর গরুর ফার্মের দক্ষিণ পার্শ্বে অভিযান পরিচালনা করে পলিথিনের জিপারের মধ্যে রক্ষিত ১০০ (একশত) পিস ইয়াবাসহ উক্ত ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত