মুন্সীগঞ্জে সয়াবিন তেলের দাম বেশি রাখায় ভোক্তা অধিকারের জরিমানা

  মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ৮ মার্চ ২০২২, ১৯:২৭ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ০৪:২৩

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এসি ল্যান্ড শ্রীনগর মহোদয় ও  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শ্রীনগর উপজেলায় শ্রীনগর বাজার এলাকায় সয়াবিন তেলের খুচরা ও পাইকারি দোকান সমূহে যৌথ  অভিযান কার্যক্রম পরিচালিত হয়। 

তালুকদার স্টোরে অভিযান কালে দেখা যায় যে, বোতলজাত সয়াবিন তেলের ৫ লিটারের বোতল গুলো খুলে বেশি লাভ করবার জন্য খোলা সয়াবিন তেল হিসেবে বিক্রি করছে। এছাড়া খোলা সয়াবিন তেল সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করছে। এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ দোকান টিকে ১০,০০০/- জরিমানা করেন। এছাড়া বোতলের গায়ের দাম থেকে বেশি দামে সয়াবিন তেল বিক্রয় করায় আলাউদ্দিন স্টোর কে ২০০০/- ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও উন্মুক্ত ভাবে রাস্তার পাশে বিক্রির জন্য খাদ্য সংরক্ষণ করায় খান সুইটসকে ১০,০০০/- জরিমানা করেন এসিল্যান্ড মহোদয় ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক মূল্যে খোলা সয়াবিন বিক্রি করায় শিহাব স্টোরকে ৫০০০/- ও বোতল জাত তেলের গায়ের মূল্য অপেক্ষা অধিক মূল্যে  সয়াবিন তেল বিক্রয় করায় ওসমান গনি ইয়াসমিন স্টোরকে ৩০০০/- জরিমানা করেন।

ব্যবসায়ীদের কে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেয়া হয়। যৌথ অভিযানে মোট ৬টি প্রতিষ্ঠান কে ৩০,০০০/- জরিমানা করা হয়। 

উপজেলা  স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা   এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত