মুন্সীগঞ্জে সড়ক থেকে ড্রেজার পাইপ উচ্ছেদ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১২ | আপডেট : ২ অক্টোবর ২০২৪, ১৭:৫০
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দেওয়ানবাজার ভট্টাচার্যেরবাগ সড়ক থেকে অবৈধভাবে স্থাপন করা ড্রেজার পাইপ উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাজমূল হুদা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাইপ লাইন উচ্ছেদ করেন।
নাজমূল হুদা জানান, সংবাদ মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে সোমবার ড্রেজারের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রামীণ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ ড্রেজারের পাইপ অপসারণ করা হয় এবং দুটি ব্যাটারি জব্দ করা হয়।
আরও জানান, অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা প্রদান করেন মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি চৌকস দল। অসাধু বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আফিফা খান বলেন, সংবাদ প্রকাশের পর আমাদের বিষয়টা দৃষ্টিগোচর হয়। আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তা উচ্ছেদ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত