মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১২ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৯
মুন্সীগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিবুল মাঝি (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার নারী-শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে।
ধর্ষণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, চর আব্দুল্লাহ গ্রামের রুবেল মাঝির ছেলে রাকিবুল মাঝি বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ওই শিশুটিকে চকোলেটের প্রলোভন দেখিয়ে তার বাড়ির পাশের একটি গোয়াল করে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। পরে বিষয়টি জানাজানি হলে শিশুর পরিবারের লোকজন সদর থানায় ধর্ষণের বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই পুলিশ অভিযুক্ত ধর্ষক রফিকুলকে গ্রেফতার করে।
ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব খান বলেন, ধর্ষণের অভিযুক্ত আসামি রফিকুলের বিরুদ্ধে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতর প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত