মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩ বালতি অবিষ্ফোরিত ককটেল উদ্বারসহ গ্রেফতার এক

  মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২ নভেম্বর ২০২৫, ১৭:৫০ |  আপডেট  : ৩ নভেম্বর ২০২৫, ০৩:১২

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ০৩ বালতি অবিষ্ফোরিত ককটেল ও ককটেল তৈরির টিনের কৌটাসহ ০১ জনকে গ্রেফতার করেছে

আজ রবিবার (০২ নভেম্বর) বেলা ৩ ঘটিকার সময় মুন্সীগঞ্জ পৌরসভাস্থ ০৫ নং ওয়ার্ডের বৈখর সাকিনস্থ ভাড়াটিয়া আনোয়ার শেখ (৪৫)এর দ্বোচালা টিনের ঘরে যৌত অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় ০৩ বালতি অবিষ্ফোরিত ককটেল ও ককটেল তৈরির টিনের কৌটাসহ ০১ জনকে গ্রেফতার করেছে।

আজ রোববার দুপুর ৩ ঘটিকার সময় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ পৌরসভা ০৫ নং ওয়ার্ডের বৈখর সাকিনস্থ মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তার (৫০) স্বামী: দেলোয়ার বেপারী সাং বৈখর, থানা ও জেলা: মুন্সীগঞ্জ এর ভাড়াটিয়া আনোয়ার হোসেনের দ্বোচালা টিনের বসতঘরে অভিযান পরিচালনা করে এসময় তিনটি কাঠের গুঁড়ি ভর্তি বালতিতে অনুমান ৩৫/৪০ টি অবিস্ফোরিত তাজা ককটেল ও অনুমান ৯০/১০০ টি ককটেল তৈরীর জর্দার টিনের খালি কৌটা উদ্ধার করা হয়।

 ঘটনাস্থল হতে অভিযুক্ত মোঃ হাসান বেপারী (৩৬) পিতা: মৃত: আবুল কাশেম বেপারী সাং চর ডুমুরিয়া থানা ও জেলা: মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ০৩ বালতি অবিষ্ফোরিত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত