মুন্সীগঞ্জে যমজ শিশু হত্যা করেছে মা নিজেই, আদালতে জবানবন্দি

  নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:৩৪ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০১

নিজ সন্তানদের পানিতে ফেলে হত্যা করেছেন বলে আদালতে ১৬৪ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যমজ শিশুদের মা শান্তা বেগম।  
বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ওসি কামরুল ইসলাম মিয়া। গত সোমবার রাত ৮ টার দিকে শ্রীনগরের বিবন্দী এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নিহতদের চাচা ও স্থানীয়রা। 

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। একসময় যাদের হাসিতে মুখর ছিল সংসার, সেই শিশুদেরই নিথর দেহ ভেসে উঠে পাশের পুকুরে। সেদিনই আটক করা হয় শিশুদের বাবা সোহাগ মিয়া এবং মা শান্তা বেগমকে।
মা শান্তা বেগমের চূড়ান্ত বক্তব্যে রহস্যের অবসান হলো। তিনিই পুকুরে ফেলে নিজ সন্তানদের হত্যা করেছে। পরিবারে দীর্ঘদিনের দারিদ্র্য, কলহ, মানসিক অস্থিরতা সব মিলিয়ে এক গভীর হতাশার অবস্থায় থাকা শান্তা শেষ পর্যন্ত দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন। 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত