এক মামলায় ২০৬ জন আসামী
মুন্সীগঞ্জে মোল্লাকান্দি আধিপত্যের দ্বন্দ্বে নিহত ২
লিটন মাহমুদ
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:৩৬ | আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:০০
মুন্সীগঞ্জ সদরের মোল্লা কান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকায় গত সোমবার (১০ নভেম্বর) আধিপত্য–দ্বন্দ্বে সংঘর্ষের ঘটনায় এক পুরুষ নিহত হওয়ার পর মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে নিহতের স্ত্রী পারুল বেগম সদর থানায় একটি হত্যাসহ সংঘর্ষসংক্রান্ত মামলা দায়ের করেছেন। মামলায় মোট ২০৬ জনকে আসামি করা হয়েছে।
মামলায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মল্লিককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান ওই মামলার দ্বিতীয় আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়।
পুলিশ সূত্র জানায় মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আনুমানিক ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত নিকৃষ্টকে আসামি করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি এম সাইফুল আলম ঘটনাটি এবং মামলার তথ্য নিশ্চিত করেছেন।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকার স্থানীয় এক গণমাধ্যমকে জানান, মোল্লাকান্দি ইউনিয়নের চরাঞ্চল অপরাধ দমনে কিছুটা চ্যালেঞ্জিং হলেও ‘অপরাধীর কেউ ছাড় পাবে না’। তিনি বলেন, “পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে। পুলিশের উপস্থিতি টের পেলে বাধাগ্রস্তরা পালিয়ে যায়—তবে এবার ব্লক করে অভিযান চালানো হবে; ব্লক দিয়ে ধরা হবে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে ধাপে ধাপে আইনের আওতায় আনা হচ্ছে।”
পুলিশ সূত্রে আরো জানা গেছে, মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক ও ব্যক্তি ভিত্তিক দখল-আদিপত্যের পুরোনো জটিলতা বিদ্যমান। এ সংক্রান্তে তিনি বলেছেন, “একপক্ষ আতিক মল্লিক ও ওয়াহিদ মোল্লাকে কেন্দ্র করে অবস্থান করছে; অন্যপক্ষ মোল্লা উজির আলী ও জাহাঙ্গীরদের নেতৃত্বে আছেন। এখন এখানে প্রতিপক্ষ উঠে এসেছে—আমরা দেখব কিভাবে আইন-শৃঙ্খলা রক্ষা করা হয়।”
স্থানীয়দের বরাতে জানা যায়, সংঘর্ষ অনুষ্ঠানে গুলি ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়েছিল এবং এতে ঘটনাস্থলেই আরিফ মীর (বয়ঃ উল্লিখিত নয়) গুরুতর আহত হয়ে মারা যান। মৃতের পরিবার ও এলাকাবাসী দ্রুত পুলিশের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে।
মামলার তদন্ত চলছে; অভিযুক্তদের গ্রেফতার ও ঘটনার বিস্তারিত পরিষ্কার করতে পুলিশ অভিযান জোরদার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত