মুন্সীগঞ্জে মিরকাদিম পৌর আ'লী‌গের প্রচার সম্পাদক ব‌শির আহম্মেদ আর নেই

  মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:২৪ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:২৩

মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগের  প্রচার সম্পাদক  মোঃ বশির আহম্মেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মৃতকালে তার বয়স হয়েছিলো [৫৫] বছর। তিনি মিরকা‌দিম পৌরসভার ৮নংওয়া‌র্ডের এনায়ত নগর গ্রামের  হেদুন বেপারীর ছে‌লে  মোঃ ব‌শির উদ্দিন  আজ বুধবার ২৩ শে ফেব্রয়ারী বিকাল সাড়ে ৪ টায় মরন ব‌্যাধি ক‌্যানসা‌রে আক্রান্ত হ‌য়ে   ঢাকার এক‌টি ক্লি‌নি‌কে  চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছে‌লে ও ২ মে‌য়ে রেখে যান।

আগামীকাল  বৃহস্পতিবার এনায়ত নগর  ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হ‌বে । নামাজে জানাজা শেষে মরহুমের এনায়ত নগর করবস্থানে তাকে দাফন করা হ‌বে । তার এই মৃতু‌্যতে  মুন্সীগঞ্জ ৩ আস‌নের  মাননীয় সংসদ মৃণাল কান্তি দাশ, মিরকা‌দিম পৌরসভার মেয়র হাজী আঃ ছালাম, মিরকা‌দিম পৌর আওয়ামী লীগ, পৌর যুবলীগ, পৌর ছাত্রলীগ, পৌর কৃষক লীগ, পৌর সেচ্চা‌সেবক লীগ সহ বি‌ভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন  ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত