মুন্সীগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে অ-স্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও নগদ টাকাসহ তিনজন গ্রেপ্তার

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২১:১৭ |  আপডেট  : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৪

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে পাইপগান, শর্টগানের গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি দল মানিকপুর এলাকার শফিকুল মীরের মালিকানাধীন পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শফিকুল মীর (৪০), তাঁর ভাই সোহেল মীর (৩০) এবং তাঁদের বাবা আব্দুল হাই মীর (৬৫)। তাঁরা সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে মানিকপুর এলাকায় থাকেন।

ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেন শর্টগানের ১০০ রাউন্ড গুলি, একটি পাইপগান, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি দেন দা, ‘প্রাণ’ কোম্পানির জুসের কাচের বোতলের গুড়াভর্তি এক বস্তা (যা বোমা তৈরির কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে), পাঁচটি হেলমেট, বিপুল পরিমাণ টিনের জর্দার কৌটা, নগদ তিন লাখ টাকা এবং কিছু আফ্রিকান মুদ্রা।অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ফিরোজ কবির বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।’পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত