মুন্সীগঞ্জে দেশ আমার টিভি'র বণার্ঢ্য শুভ উদ্বোধন ‌

  মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১৮:৪৬ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১২:৩৬

মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে শুভ উদ্বোধন হলো দেশ আমার টিভির। ২৬ অক্টোবর  বুধবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জে মাটপাড়ায় জেলা দেশ আমার টিভি কার্যালয়ে বণার্ঢ্য  আয়োজনে দেশ আমার টিভি'র শুভ উদ্বোধন ঘোষণা  করেন।

 দেশ আমার টিভি' র চেয়ারম্যান  এম জামাল হোসেন মন্ডল এর সভাপতিত্বে ও পরিচালক জসিম মোল্লা'র সঞ্চালনায়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, শুভ উদ্বোধন ঘোষণা করেন  মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস,

এ‌তে বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে  উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মুন্সীগঞ্জ সরকারী মহিলা কলেজ প্রফেসর শুভাষ চদ্র হীরা, মুন্সীগঞ্জ জেলা আইন জীবি  সমিতির সভাপতি  এডভোকেট মোহাম্মদ আলী,নব‌নিবা‌র্চিত জেলাপ‌রিষ‌দের সদস‌্য মোঃ জ‌ীবন ।

 দোয়া মাহফিল প‌রিচালনা ক‌রেন দক্ষিণ কোটগাও সুন্নী জামে মসজিদের পেশ ইমামআলহাজ্ব হাফেজ মাওলানা জামাল উদ্দিন আল কাদেরী, এ আ‌রো উপস্থিত ছি‌লেন দেশ আমার টিভি 'র ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মানিক,কামাল হো‌সেন ,যশলং ইউ‌নি‌য়নের চেয়ারম‌্যান মোঃ ইসমা‌হিল বাবু, আনন্দ টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি হামিদুল ইসলাম লিংকন, দ্বীপ টি‌ভির জেলা প্রতি‌নি‌ধি মোঃ লিটন মাহমুদ, দৈ‌নিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতি‌নি‌ধি  আ‌নিছুর রহমান র‌লিন, সাংবা‌দিক হা‌রেজ , রামপাল ইউ‌নিয়নের প‌্যা‌নেল চেয়ারম‌্যন হা‌জি মোঃ ফুলন কা‌জি, টঙ্গীবাড়ী উপ‌জেলার   নিরাপদ সড়ক চাই  এর সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংবা‌দিক সুমন হো‌সেন, সাংবা‌দিক ত‌রিকুর ইসলাম, মোঃ না‌সির সহ  গুনীজন, রাজনীতিবিদ, অধ্যাপক আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত