মুন্সীগঞ্জে গ্ৰাম পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:২০ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১০:২৮

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্ৰাম পুলিশ মৌসুমী আক্তার, এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।শনিবার সকালে টংগীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

গ্ৰাম পুলিশ মৌসুমী আক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে মৌসুমী আক্তার টাকা পয়সা, জমি সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীকে শুধু শুধু হয়রানি করে থাকে।

মৌসুমী গ্রাম পুলিশ কিন্তু পুলিশের পোষাক পরে মানুষকে হুমকি দেয় ওর জন্য এলাকার মানুষ ঠিকমতো বসবাস করতে পারেনা ও ডিসির থেকেও বেশি ক্ষমতা দেখায় ও রাখে।

এ ছাড়াও এলাকাবাসীর ও চেয়ারম্যান কাছ থেকে আরও জনা যায় যে মৌসুমী আক্তার গ্ৰাম পুলিশ হয়ে পুলিশের পোশাক পরিধান করে।পুলিশের পোশাক পরে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদাবাজি ও মারপিট সহ সন্ত্রাসী হামলার মত কাজকর্মের অভিযোগ উঠেছে মৌসুমী আক্তার এর বিরুদ্ধে।

এবং কী বাচ্চারা স্কুৃলে যায়না ওনার ভয়ে ওনি বাচ্চাদের পর্যন্ত ভয় দেখায়। বেতকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে মৌসুমী আক্তার মানুষকে বিভ্রান্ত করে ভয় ভীতি দেখিয়ে টাকা পয়সা জমি সংক্রান্ত বিরোধের সাথে জড়িত আছে বলে বিভিন্ন গ্ৰামের এলাকাবাসী জানায়।

এ বিষয়ে জানতে চাইলে বেতকা ইউপি চেয়ারম্যান বলেন, আমি চেয়ারম্যান হইছি কিন্তু মৌসুমী আক্তার গ্ৰাম পুলিশ কিন্তু আমারে মানে না এবং কী সে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে সাড়া দেন না ও বিরুদ্ধে আমার কাছে আগে পারে অনেক অভিযোগ রয়েছে।

এ সময় মানববন্ধনের বিষয়ে গ্ৰাম পুলিশ মৌসুমী আক্তারের কাছে মুঠো ফোন জানতে চাইলে বিভিন্ন অপত্য ভাষায় গালাগালি ও মামলা হুমকি দেয় সাংবাদিকদের। জাতীয় দৈনিক পত্রিকা আজকের বসুন্ধরার স্টাফ রিপোর্টার সালমান হাসানকে মামলার ও প্রশাসনিক এবং মাদকের হুমকি দেয় মৌসুমী আক্তার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত