মুন্সীগঞ্জে করোনার টিকা নিতে হাসপাতালে ভিড়
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১৯:০৫ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৫:১১
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা হাসপাতালে করোনা টিকা নিতে ভীর করছেন বিভিন্ন শ্রেনীর লোকজন। উদ্বোধনের পর থেকে দ্বিতায় ডোজে ০৯ এপ্রিল আজ বৃহস্পতিবার পর্যন্ত এই করোনা টিকা নিয়েছেন ২হাজার ৪শত ৭৬জন। টিকা গ্রহনে কোন পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় করোনার টিকা নিতে ভিড় করছেন সাধারন লোকজন। উপজেলা হাসপাতালে করোনা টিকা প্রয়োগের দ্বিতীয় ডোজের সাত দিনে উপজেলা হাসপাতালে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যসহ অজ পর্যন্ত মোট ২হাজার ৭শত ৭৪ জনে টিকা নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ০৮ এপ্রিল কোভিড-১৯ টিকা কার্যক্রম দ্বিততীয় ডোজে ৪০ জন, ১০ এপ্রিল ১১৯ জন, ১১ এপ্রিল ১০৪, ১২ এপ্রিল ১০০ জন, ১৩ এপ্রিল ১৮৪ জন,১৫ এপ্রিল ০৭তম দিন বৃহস্পতিবার ২৪১ জনসহ উপজেলায় সর্বমোট ২হাজার ৪শত ৭৬জন ব্যক্তি কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন। এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, টিকা গ্রহনের লোকসংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন শ্রেনীর লোকজন টিকা নিয়েছেন। টিকা নেওয়ায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত