মুন্সীগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  শাহনাজ বেগম, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৮ |  আপডেট  : ৪ জানুয়ারি ২০২৫, ২০:০৩

"তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক" এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে পালিত হল আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। 

২৮ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং  টিআইবি,  ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম  মুন্সিগঞ্জ ও ব্রিটিশ কাউন্সিল এর  সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য এবং তথ্য অধিকার বাস্তবায়নে সুপারিশমালা  উপস্থাপন করেন সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সিগঞ্জ মাহফুজা বেগম।মুন্সিগঞ্জ জেলা বাতায়ন এর উপস্থাপনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ  টিআইবি ও  সচেতন নাগরিক কমিটির সনাক এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাহাবুব হোসেন।তিনি সনাক মুন্সীগঞ্জের ওয়েব পোর্টাল স্ট্যাডি কার্যক্রম ২০২২ তুলে ধরেন। 

সভায় কি নোট পেপার উপস্থাপন করেন মুন্সীগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।এরপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সমাজের সুশীল ব্যক্তিবর্গ। এসময় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

আলোচনায় আরো অংশ নেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  কামরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সীগঞ্জের সভাপতি খালেদা খালম। মুন্সীগঞ্জ সনাকের সভাপতি মুহাম্মদ তানভীর হাসান,  পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন,  মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ ই হাসান তুহিন,  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা  মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জের পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু,  ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম মুন্সিগঞ্জ এর সাধারণ সম্পাদক হামিদা খাতুন, নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির স্টাফ রিপোর্টার শাহনাজ বেগম।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ  এবং বিভিন্ন স্কুল ও কলেজ হতে আগত ছারছাত্রীবৃন্দসহ আরো অনেকে

সভায় সমাপনী বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া।সভায় সঞ্চালনা করেন ডিপিএফের সদস্য মোঃ জুনায়েদ। আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন, চ্যালেঞ্জ ও বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য অধিকার আইন প্রয়োগে প্রতিবন্ধকতাসমূহ নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত