মুন্সীগঞ্জে অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত ড্রেজার পাহারারত যুবক

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬ |  আপডেট  : ২ ডিসেম্বর ২০২৫, ১৯:১১

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ড্রেজার পাহারারত যুবক রাজু বেপারি (২৫)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মালির পাথর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি অফিসের পেছনে ধলেশ্বরী নদীতে ড্রেজারে পাহারার কাজে নিয়োজিত ছিলেন রাজু।

এসময় ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি ছোট ইঞ্জিনচালিত নৌকায় এসে ড্রেজারের ব্যাটারি দাবি করেন। রাজু দিতে অস্বীকার করলে তারা বন্দুক/শর্টগান দিয়ে গুলি চালায়। গুলির স্প্লিন্টার তার মুখ, ডান হাত ও পিঠের ডান পাশে লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, এ বিষয়ে নৌ পুলিশ কাজ শুরু করেছে। আমরাও খোঁজখবর নিচ্ছি।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, আহত রাজু এখন ভালো আছে। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত