মুন্সিগঞ্জ সিরাজদিখানে নানা আয়োজনে স্টার সানডে পালিত

  লতা মন্ডল

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ১১:৫৫ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৪, ১৬:২৯

শুলপুর সাধু যোসেফ চার্চ, সিরাজদিখান

সারাদেশে ন্যায় সিরাজদিখানেও পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব স্টার সানডে। আজ রোববার (০৯ এপ্রিল)ধর্মীয় নানা আয়োজনে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবসটি পালন করা হয়। পাপের বিরুদ্ধে জয় হিসেবে যিশুর পুনরুত্থান খ্রিস্টান সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। সকাল থেকেই পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে যিশুর বিজয়বার্তা উদযাপন করছেন সিরাজদিখান কেয়াইন ইউনিয়নের তিনটি গ্রামের যীশু খ্রিস্টের অনুসারীরা। শুলপুর সাধু যোসেফ চার্চের প্রধান ধর্মযাজক ফাদার লিন্টু ডি কস্তা বলেন, প্রায় দুই হাজার বছর আগে পুণ্য শুক্রবারে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এ ঘটনার তৃতীয় দিন রোববার মৃত্যুকে জয় করে জীবিত হয়ে ওঠেন তিনি। মানবজাতিকে পাপ থেকে মুক্ত করেন। যিশু খ্রিস্টের পুনরুত্থানের এই রোববারকেই ইস্টার সানডে বা পুনরুত্থান রোববার বলা হয়। এদিকে ইস্টার সানডের সকাল থেকে শুলপুর চার্চেতে অনুষ্ঠিত হয় প্রার্থনা সভা। বাইবেল পাঠ, ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে যিশুর পুনরুত্থানকে উদযাপন করা হয়। মানব জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। খ্রিস্ট ধর্মযাজকরা যীশুর পুনরুত্থানকে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হিসেবে বর্ণনা করেন। চার্চের আনুষ্ঠানিকতা শেষে ইস্টার সানডের আনন্দে মাতেন খ্রিস্টান ধর্মানুসারীরা। সিরাজদিখান কেয়াইন খ্রিস্টপল্লির ঘরে ঘরে ছিলো নানা আনন্দ আয়োজন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত