মুন্সিগঞ্জে জমজ শিশুদের পানিতে ফেলে হত্যার অভিযোগ
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ
প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ১১:৪৫ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২২:০৮
মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশু লামিয়া-সামিহাকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে৷ সোমবার রাত ৮ টার দিকে শ্রীনগরের বিবন্দী এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নিহতদের চাচা ও স্থানীয়রা।
সেখান থেকে তাদের দ্রুত শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত ঘোষণা করেন। তাদের বয়স আনুমানিক ৬-৭ মাস হতে পারে বলে জানিয়েছেন নিহত দুই শিশুর চাচা মোহাম্মদ সাকিব মিয়া।
পারিবারিক কলহের জেরে ওই দুই শিশুর মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
দুই শিশুকে পানিতে ফেলে হত্যার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি বলেন,পারিবারিক কলহের জেরে শিশুদের মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে মূল ঘটনা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: সিনথিয়া নূর জানান, দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বেশ কিছুক্ষণ আগেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত