মুজিব শতবর্ষ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে খাবার ও মিষ্টান্ন বিতরণ 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ২০:৫৭ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮

আক্তারুজ্জামান খান রনি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আজ  দুপুরে ময়মনসিংহ সিটির ১২ নং ওয়ার্ডের চল্লিশবাড়ি ও ছত্রিশবাড়ি কলোনি এলাকায় শিশু ও অসহায় পরিবারের মাঝে খাবার ‍ও মিষ্টান্ন বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 

খাবার বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু সবসময় শিশুদের কথা ভেবেছেন। আজ আমরা শিশুদের উন্নয়ন ও বিকাশে যত উদ্যোগ দেখি তার অধিকাংশই নিয়েছিলেন বঙ্গবন্ধু। শিশুদের প্রতি তাঁর ছিল অপরিসীম ভালবাসা আর আন্তরিকতা। 

মেয়র আরোও বলেন, আমরা যদি শিশুদের যথাযথ বৃদ্ধি ও বিকাশে নিশ্চিতে ব্যর্থ  হই, তবে আমাদের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। 

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিসুর রহমান, জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত