মুজিবনগরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৪ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:২৮
মেহেরপুর মুজিবনগর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির দুর্নীতি স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে কো-তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বৃন্দ । বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মুজিবননগর উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । এই মানববন্ধনে মুজিবনগর উপজেলার কো তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বৃন্দ বলেন নতুন করে যে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হয়েছে তা টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হয়েছে এবং নিজেদের আত্বীয় স্বজনদের নাম দেয়া হয়েছে এই কমিটি সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও হারুনুর রশিদ সঠিক মুক্তিযোদ্ধাদের যাচাই না করে টাকা খেয়ে নিজেদের ইচ্ছামত মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করেছে বলে দাবি কো-তালিকা ভুক্ত মুক্তিযুদ্ধের। কো তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বৃন্দ আরো বলেন আবার নতুন করে যাচাই বাছাই করে অবহেলিত সুবিধা বঞ্চিত সঠিক মুক্তিযোদ্ধাদের নামের তালিকা ভুক্ত করা হোক বলে দাবি জানান কো তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা বৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত