মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর 

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৫:৩৩ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৪, ১৬:১৯

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাংচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত এ আদেশ দেন। 

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাংচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত এ আদেশ দেন। 

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র দলটির নেতা–কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হমলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতা–কর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়। এর পরদিন অর্থাৎ ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন। 

গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিনের আবেদন দাখিল করেন তাঁর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। জামিন শুনানির জন্য গত ২০ নভেম্বর দিন ধার্য ছিল। কিন্তু সেদিন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানির জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। 

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত বুধবার জামিন শুনানীর জন্য দিন ধার্য করে।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত