মালয়েশিয়ায় যেতে আর্থিক লেনদেন না করার অনুরোধ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১৫:৩৯ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:২১

মালয়েশিয়ায় কর্মী হিসেবে যাওয়ার জন্য সরকারি ঘোষণার আগেই কারো সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেছে কুয়ালামাপুরের বাংলাদেশ হাইকমিশন। রোববার (২৬ ডিসেম্বর) এক বার্তায় এই অনুরোধ করা হয়েছে।

বার্তায় বলা হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণার আগে কারো সঙ্গে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকার বিএমইটির নির্দেশনা অনুসরণ করার জন্যও বার্তায় পরামর্শ দিয়েছে হাইকমিশন।

উল্লেখ্য, সিন্ডিকেট আর অনিয়মের অভিযোগে মালয়েশিয়া সরকার ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্থগিতাদেশ আরোপ করে। এরপর  পুনরায় কর্মী পাঠাতে উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। যার ফলশ্রুতিতে ১৯ ডিসেম্বর কুয়ালালামপুরে সমঝোতা স্মারকে সই করে দুই দেশ।

সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়া সরকারের পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত